ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাজিকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
তাজিকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৮

দুসানবে : তাজিকিস্তানে একটি সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।

বাংলাদেশের সময় বুধবার মধ্যরাতে রাজধানী দুসানবে থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



হেলিকপ্টারটিতে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী ‘আলফা’র বিশেষ দলের ২১ জন এবং সেনাবাহিনীর সাত সদস্য ছিলেন।

নাশনাল গার্ডের একজন মুখপাত্র জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটতে পারে।
 
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে বিদ্রোহীদের আক্রমণের বিষয়টি নাকচ করে দেওয়া হয়।

বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই ন্যাশনাল গার্ডের প্রেস অফিস থেকে বলা হয়, রাশিয়ায় তৈরি এমআই-৮ নামের ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যুর ব্যাপারে তারা কোনো মন্তব্য করেননি।

গত ১৯ সেপ্টম্বর বিদ্রোহীদের হামলায় ওই এলাকায় ২৮ সেনা নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনার সূত্র ধরেই আলফা ও সেনা সদস্যরা ওই হেলিকপ্টারে করে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছিলেন।

১৯৯০ সালের যুদ্ধের পর থেকে তাজিকিস্তানের ওই এলাকাটি মুসলিম বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময় : ০৩০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।