ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত, আহত ৪

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন।

তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে একজনকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।

অন্তত চার ফিলিস্তিনি বন্দুকের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। নাবলুসের পূর্ব অংশে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তুলতে গেলে দুইপক্ষের সংঘর্ষ হয়। তখনই এ হতাহতের ঘটনা ঘটে।

আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা বলেছে, তাদের সদস্যরা দখলকারী বাহিনী এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে লড়াই করছে।

চলতি মাসের শুরু দিকে জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই অভিযানে ১২ জঙ ফিলিস্তিনি নিহত হন। আহতের সংখ্যা শতাধিক। অভিযানের নামে তারা বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। যার কারণে হাজার হাজার বাসিন্দা তাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।