ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০ বছরে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
২০ বছরে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর

প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর। শুক্রবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দেশটির কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন। খবর বিবিসি।  

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সিঙ্গাপুরের ওই নাগরিকের নাম সারিদেউই জামানি। ২০১৮ সালে ৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।  

সিঙ্গাপুরে মাদক মামলায় দোষী সাব্যস্ত আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে চলতি সপ্তাহে। জামানির আগে মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২২ সালের মার্চের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা আসামিদের মধ্যে জামানি ১৫তম।

সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠোর কিছু মাদকবিরোধী আইন রয়েছে। দেশটি মনে করে, সমাজের সুরক্ষায় এসব আইন প্রয়োজনীয়।  
 
সিঙ্গাপুরের আইন এটি সুনির্দিষ্ট করে দিয়েছে যে, ৫০০ গ্রাম গাঁজা কিংবা ১৫ গ্রাম হেরোইন পাচারকালে কেউ ধরা পড়লে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।

সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) এক বিবৃতিতে বলেছে, ২০১৮ সালের ৬ জুলাই জামানির মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। আইনের মধ্যে সম্পূর্ণ যথাযথ প্রক্রিয়া এক্ষেত্রে অনুসরণ করা হয়েছে।  

গেল বছরের ৬ অক্টোবর রায়ের বিরুদ্ধে করা আপিল শহরের সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়। রাষ্ট্রপতির ক্ষমার জন্য একটি আবেদনও ব্যর্থ হয়েছে, কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

গেল বুধবার মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৭ সালে ৫০ গ্রাম হেরোইন পাচারের মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল।  

সূত্র: বিবিসি 

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ