ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খেরসনে রুশ হামলায় নবজাতকসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
খেরসনে রুশ হামলায় নবজাতকসহ নিহত ৭

ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলে রুশ বোমা হামলায় রোববার অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে এক সদ্যজাত শিশু, তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা মা রয়েছেন।

এ ছাড়া নিহতদের মধ্যে একজন খ্রিস্টান যাজক ছিলেন, কর্মকর্তারা জানিয়েছেন, আরও ১৩ জন আহত হয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো টেলিগ্রামে বলেন, খেরসনের শায়রোকা বালকা গ্রামে দুই শিশু ও তিন প্রাপ্ত বয়স্ক নিহত হয়েছেন।

পৃথক বিবৃতিতে তিনি জানান, ২৩ দিন বয়সী এক শিশু ও তার বাবা-মা শত্রুদের গোলার আঘাতে নিহত হয়েছেন। তাদের ১২ বছর বয়সী সন্তানকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও পরে সে মারা যায়।  

স্তানিস্লাভ গ্রামে ৫৭ ও ৭১ বছর বয়সী দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে একজন খ্রিস্টান যাজক ছিলেন বলে শনাক্ত করা হয়েছে।
 
ক্লিমেনকো জানান, রাশিয়ান বোমা হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের জোরপূর্বক থামাতে হবে।  

খেরসনে এই হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ