ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ভোগ্যপণ্যে রেকর্ড মূল্যস্ফীতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
ভারতে ভোগ্যপণ্যে রেকর্ড মূল্যস্ফীতি ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় পরিসংখ্যান অফিস বলছে গত জুলাই মাস শেষে দেশটিতে শাকসবজিসহ নিত্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭.৪৪ শতাংশ, এই হার গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ

এই মূল্যস্ফীতি সুদের হার নির্ধারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২২ সালের এপ্রিলে এরকম উচ্চ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল যা ছিল ৭.৭৯ শতাংশ।

বাৎসরিক তুল্য-মূল্যে এই মূল্যস্ফীতি ঋণাত্বক থাকলেও শাকসবজিসহ সিরিয়ালের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। আরবিআই সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তের ফলে এই মূল্যস্ফীতি হচ্ছে বলে ভারতীয় অর্থনীতিবিদদের অভিমত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।  

ইতোমধ্যে আরবিআই ২০২৪ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৫.১ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৪ শতাংশ করেছে। যার অর্থ নিত্যপণ্যের বাজারদরে কোন সুখবর আসছে না দেশটির ভোক্তাদের জন্য।

আরবিআই ধারণা করছে,  ২০২৪-২৫ সালের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৫ শতাংশের উপরে থাকবে  এবং জুলাই থেকে সেপ্টেম্বরে তা  ৬.৩ শতাংশে বৃদ্ধি পাবে৷
ভারতের কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স বলছে  জুলাই মাসে শুধুমাত্র খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতির হার ১১.৫১ শতাংশ  যা এক মাস আগেও ছিল ৪.৫৫ শতাংশ ৷

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।