ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্থানের ৬০ ভাগ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

কাবুল: কয়েক দশক ধরে চলা যুদ্ধ, সামজিক সমস্যা এবং দারিদ্রের কারণে আফগানিস্তানের ৬০ ভাগেরও বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছে। দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা রোববার একথা জানান।



আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রী সুরাইয়া ঢালি বলেন, ‘এটা খুবই গুরুতর সমস্যা। তালেবান জঙ্গিদের কারণে সরকারি স্বাস্থ্যকর্মীরা সমস্যায় আক্রান্তদের কাছে চিকিৎসা সেবা পৌঁছাতে পারছেন না। ’

ঢালি বলেন, ‘দারিদ্র, নিরাপত্তাহীনতা, সহিংসতা এবং লিঙ্গ বৈসম্য মানসিক স্বাস্থ্যহানীর প্রধান কারণ। মহিলা এবং শিশুরাই বেশি মানসিক সমস্যার ঝুঁকিতে আছে। ’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি পিটার গ্রাফ জানান, দেশটিতে চিকিৎসা ব্যবস্থাও খুবই অপর্যাপ্ত। ২০০ আসনের চিকিৎসা কেন্দ্রে এবং মাত্র দুইজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ গোটা আফগান জনগণকে চিকিৎসা দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ঘণ্টা, অক্টোবর ১০,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।