ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এরদোয়ানের সঙ্গে পুতিনের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
এরদোয়ানের সঙ্গে পুতিনের সাক্ষাৎ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি নিয়ে তারা বৈঠক করেছেন।

 

পুতিন এরদোয়ানকে বলেন তিনি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে রাশিয়া আলোচনার পথ খোলা রেখেছে। গেল জুলাইয়ে এই চুক্তি থেকে সরে আসে রাশিয়া।

ন্যাটো নেতা এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।  

রাশিয়ার দক্ষিণ উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনার শুরুতে ভ্লাদিমির পুতিন বলেন, তারা দুজন দুদেশের মধ্যে সম্পর্ককে খুব ভালো, উচ্চ স্তরে উন্নীত করেছেন।

এরদোয়ানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তারা ইউক্রেন ও কৃষ্ণ সাগরের শস্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। তিনি আশা করেন, রাশিয়ার গ্যাস রপ্তানির জন্য তুরস্কে একটি হাব তৈরির বিষয়ে শিগগিরই আলোচনা সম্পন্ন করবেন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।