ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ইউক্রেনের বন্দরে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের ইজমাইলে দানিয়ুব নদীর ওপর বন্দর স্থাপনায় রাশিয়া নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।

বিবিসি।

বন্দর ও কৃষিজ স্থাপনা রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ওডেসার গভর্নর ওলেহ কিপার এই তথ্য জানান।  

এই হামলার বিষয়ে মস্কো তাতক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  

ন্যাটো সদস্য রোমানিয়া থেকে আসা দানিয়ুব নদীর ইজমাইল অংশ এই সপ্তাহের শুরুতে রাশিয়ান ড্রোন হামলার শিকার হয়েছিল।

ইউক্রেন অভিযোগ করেছে, হামলার সময় রুশ ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে অবতরণ করেছিল। তবে রোমানিয়া তা অস্বীকার করেছে।

রাশিয়া এক মাসেরও বেশি সময় ধরে দানিয়ুব নদীর তীরে ইউক্রেনের বন্দর স্থাপনায় হামলা করছে। এর মাধ্যমে ইউক্রেনকে শস্য রপ্তানিতে নদীটি ব্যবহার করতে বাধা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

এদিকে মঙ্গলবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হয়। কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এই হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।
 
ইউক্রেনের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আকাশ প্রতিরক্ষা বাহিনী কর্তৃক রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ