ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জরুরি চিকিৎসা পাচ্ছেন না সু চি, অভিযোগ ছেলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
জরুরি চিকিৎসা পাচ্ছেন না সু চি, অভিযোগ ছেলের

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চিকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। তার ছেলে এমন অভিযোগ করেছেন।

সু চির ছেলে কিম এরিস বলেন, শাসক জান্তা তার মায়ের জরুরি চিকিৎসায় কারা কর্তৃপক্ষের অনুরোধ আটকে দিয়েছে।

সংশ্লিষ্ট কারাসূত্র বিবিসি বার্মিজকে জানিয়েছে, দাঁতের ব্যথায় ৭৮ বছর বয়সী সু চি খেতেও পারছেন না।  

জান্তার এক মুখপাত্র বলেন, সু চি সুস্থ রয়েছেন এবং সামরিক ও বেসামরিক চিকিৎসকদের কাছে থেকে চিকিৎসা পাচ্ছেন।  

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি আটক রয়েছেন। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি।  

গত জুলাইয়ে শান্তিতে নোবেলজয়ী সু চিকে কারাগার থেকে নেপিদোর বাসায় আনা হয়। তবে তিনি শহরের কোথায় আটক রয়েছেন তা স্পষ্ট নয়।

বিবিসি বার্মিজকে টেক্সট মেসেজের মাধ্যমে এরিস বলেন, একজন অসুস্থ বন্দি রোগীর চিকিৎসায় বাধা দেওয়া নির্মম নিষ্ঠুরতা।

৪৬ বছর বয়সী এরিস যুক্তরাজ্য থেকে বলেন, অসুস্থ হওয়ার কারণে তার মা বমি করছেন। এ ধরনের দাঁতের ব্যথার কারণে কেউ যদি খাওয়াদাওয়া করতে না পারেন এবং যথাযথ চিকিৎসা না পান, তাহলে তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই পড়বে।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।