ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীর সম্পূর্ণ বন্ধ, গাজায় ঢুকবে না খাবার-পানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
পশ্চিম তীর সম্পূর্ণ বন্ধ, গাজায় ঢুকবে না খাবার-পানি পশ্চিম তীরের একটি সড়ক

অধিকৃত পশ্চিম তীর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে প্রায় ২৮ লাখ ফিলিস্তিনি বাস করেন।

খবর আল- জাজিরা।

বাসিন্দারা বলছেন, শহর ও নগরগুলোর প্রবেশপথ লোহার গেট, সিমেন্ট ব্লক ও মাটির ঢিবি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু স্থানে নতুন করে তল্লাশি পয়েন্ট বসানো হয়েছে। জ্বালানি সরবরাহ ফুরিয়ে যাওয়ায় কিছু পেট্রোল স্টেশনে দিনভর দীর্ঘ লাইন ছিল।

বেইত সাহোর নামে এক ট্যুর গাইড বলেন, দীর্ঘ কয়েক দশকে আগেও এমন অবস্থা দেখা গেছে।  

এক বাসিন্দার অভিযোগ, কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কর্মকাণ্ডের জন্য সমগ্র বাসিন্দাকে শাস্তি দিতে কয়েক দশক ধরেই ইসরায়েল এই নীতি অনুসরণ করছে।

পশ্চিম তীরে রোববার সাধারণ ধর্মঘট হিসেবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। হামাস শাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তারা এই ধর্মঘট পালন করে।  

সন্ধ্যায় বিক্ষুব্ধ বিক্ষোভ দেখা যায়। গত রাতে রামাল্লার কালান্দিয়া চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।

হেবরনে এক ব্যক্তি বুলডোজার ইসরায়েলি বাহিনীর ওপর তুলে দেওয়ার চেষ্টা করে নিহত হন।  

বিবিসি জানায়, শনিবার গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। নজিরবিহীন এই হামলার দুইদিনেরও বেশি সময় পর ইসরায়েল বলছে, গাজার সঙ্গে এর সীমান্ত এখনো সম্পূর্ণভাবে নিরাপদ নয়।

তবে ইসরায়েল এও বলছে যে, আশপাশের যেসব অঞ্চলে হামাস হামলা চালিয়েছিল সেসব অঞ্চল তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। হামাসের যোদ্ধারা এসব অঞ্চলে বেসামরিকদেরও গুলি করছে বলে দেশটির অভিযোগ।  

ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করছে যে, কিছু ফিলিস্তিনি যোদ্ধা এখনও বড় পরিসরে রয়েছে কিংবা তাদের প্রবেশ চলমান থাকতে পারে।  

এই সংঘাতে অন্তত সাতশ ইসরায়েলি ও পাঁচশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ৯ নাগরিক ইসরায়েলে নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে ১০ জনের বেশি ব্রিটিশ নাগরিক মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনো কয়েক ডজন ইসরায়েলি হামাসের হাতে জিম্মি, বিশেষ করে গাজায়।  

হামাসের এক মুখপাত্র বলছেন, ইসরাইয়েলি রকেট হামলায় চার জিম্মি নিহত হয়েছেন। তবে এটি নিশ্চিত হওয়া যায়নি।  

সোমবার দুপুরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় রকেট হামলা বাড়িয়ে দেয়। এর আগে ইসরায়েল জানিয়েছিল, রাতে হামাসের ৫০০ লক্ষ্যবস্তুতে দেশটি হামলা চালিয়েছে।  

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। গাজায় যাতে বাইরে থেকে থেকে কোনো খাবার, পানি ও জ্বালানি প্রবেশ বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।  

জাতিসংঘ বলছে, গাজা থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি নাগরিক ঘরছাড়া হয়েছেন। অনেকে স্কুলগুলোতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।