ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানি সংকটে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
জ্বালানি সংকটে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা এলাকার ১১০০ মেগাওয়াট ক্ষমতার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বুধবার দুপুর ২টায় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের প্রধান জালাল ইসমাইল একটি বিবৃতিতে বলেছেন, জ্বালানির অভাবে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এটিতে জ্বালানির সংকটের বিষয়টি আগেই সতর্ক করা হয়েছিল।

এদিকে, জাতিসংঘ আল জাজিরাকে বলেছে গাজায় স্কুলে আশ্রয় নেওয়া ১ লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। যা দিয়ে তারা প্রায় ২ সপ্তাহ চলতে পারবে।

বুধবার বিকেলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৫৫ ফিলিস্তিনি নিহত এবং ৫১৮৪ জন আহত হয়েছে।  

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে মৃতের সংখ্যা ১২০০ ছুঁয়েছে এবং ২৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।  

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ১৫০০ যোদ্ধার মরদেহ পাওয়া গেছে।

ইসরায়েলের দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কাছ থেকে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

আন্তর্জাতিক এনজিওগুলো গাজা উপত্যকায় স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি নিয়ে কঠোর সতর্কতা জারি করেছে।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।