ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এ পর্যন্ত ১১ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এ পর্যন্ত ১১ ফিলিস্তিনি সাংবাদিক নিহত ১০ অক্টোবর দুই ফিলিস্তিনি সাংবাদিকের মরদেহ ঘিরে সাংবাদিকরা। ছবি: এপি

ইসরায়েল-হামাস সংঘাতে ১১ ফিলিস্তিনি সাংবাদিকের প্রাণ গেছে। আর ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত ২০ ফিলিস্তিনি সাংবাদিক।

গেল ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।  

সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জার্নালিস্টস সিন্ডিকেট সাংবাদিকদের নিহত হওয়ার সংখ্যা জানায়। খবর আল জাজিরা।  

বিবৃতিতে সিন্ডিকেট বলছে যে, দুই সাংবাদিক নিখোঁজ। এর মধ্যে নিদাল আল-ওয়াহিদি আল-নাজাহ টিভিতে প্রডিউসার হিসেবে কাজ করতেন। আর হাইথাম আবদেল ওয়াহেদ আইন মিডিয়া এজেন্সিতে কাজ করতেন।

সিন্ডিকেট বলছে, গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রায় ৫০টি দপ্তর ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের মতে, এক ইসরায়েলি ও এক লেবানিজ সাংবাদিক পৃথক দুটি ঘটনায় নিহত হয়েছেন।  

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২ হাজার ৮০৮ জন নিহত হয়েছেন। এখন গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে পানি, খাবার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।  

আর ইসরায়েল গাজা সিটিসহ উপত্যকাটির উত্তর অংশের ১১ লাখ বাসিন্দাকে এলাকা ছাড়তে বলেছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।