ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার মার্কেলের কার্যালয়ে সন্দেহজনক প্যাকেট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
এবার মার্কেলের কার্যালয়ে সন্দেহজনক প্যাকেট!

বার্লিন: এবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের কার্যালয়ে সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। মঙ্গলবার কেন্দ্রীয় অপরাধসংক্রান্ত অফিস (বিকেএ) থেকে এ তথ্য জানানো হয়েছে।



বিকেএ’র মুখপাত্র জানান, মার্কেলের বার্লিন কার্যালয়ে পাওয়া একটি প্যাকেট পরীক্ষা করা হচ্ছে। এতে বিপজ্জনক কোনো উপাদান আছে কি না, তা দেখতে।

মঙ্গলবার গ্রিসের রুশ ও সুইস দূতাবাসে বিস্ফোরণের পর জার্মানিতে এ খবর পাওয়া গেল। এসব হামলার সঙ্গে কট্টর বামপন্থী গোষ্ঠীগুলো জড়িত বলে ধারণা করা হচ্ছে।

কয়েকদিন আগে  দুবাই ও ইংল্যান্ডে দুটি পৃথক বিমানে প্যাকেট ভর্তি বিস্ফোরক দ্রব্য আটক করা হয়। বিমান দুটো যুক্তরাষ্ট্র যাচ্ছিল। এর সঙ্গে আল কায়েদার ইয়েমেন শাখা জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।