ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অডিও ফাঁস, সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটালেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
অডিও ফাঁস, সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটালেন ইতালির প্রধানমন্ত্রী

সঙ্গী সাংবাদিক আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন মেলোনি।

 

তিনি বলেছেন, ‘আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক, যেটি প্রায় ১০ বছর স্থায়ী ছিল, এখানেই শেষ। ’

এ দম্পতির ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

দুদিন আগে ফাঁস হওয়া অডিও কাল হলো আন্দ্রে গিয়ামব্রুনোর। যেখানে বিকৃত যৌনাচার সম্পর্কিত মন্তব্য করেন গিয়ামব্রুনো।

সম্প্রতি সংবাদমাধ্যম মিডিয়াসেটের একটি টকশোতে বিরতির সময় নারী সহকর্মীর সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে কথা বলেন আন্দ্রে। পরে সেই কথাগুলো অডিও আকারে ফাঁস হয়।

অডিও ফাঁস হওয়ার পর পর ইতালিজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন আন্দ্রে গিয়ামব্রুনো। এরপরই তার সঙ্গে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সমালোচনার মুখে এর আগেও পড়েছিলেন গিয়ামব্রুনো। তবে সেবার স্ত্রী মেলোনিকে পাশে পেয়েছিলেন তিনি। সে যাত্রায় রক্ষা হয় তার। কিন্তু এবার উল্টোটাই ঘটল।

গত সেপ্টেম্বরে নারীরা যদি ধর্ষণের হাত থেকে বাঁচতে চায় তাহলে তাদের মদ্যপান ছাড়তে হবে - গত সেপ্টেম্বরে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন গিয়ামব্রুনো।

ওই সময় স্বামীর পক্ষে সাফাই গেয়েছিলেন জর্জিয়া মেলোনি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।