ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্বেচ্ছা নির্বাসন ভেঙে পাকিস্তানে ফিরলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
স্বেচ্ছা নির্বাসন ভেঙে পাকিস্তানে ফিরলেন নওয়াজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চার বছরের স্বেচ্ছা নির্বাসিত জীবনের ইতিটেনে নিজ দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

স্থানীয় সময় শনিবার আনুমানিক বেলা ২টার দিকে  ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে সেখানে নওয়াজ শরিফকে তার দল মুসলিম লীগের (নওয়াজ) হাজারো নেতা-কর্মী স্বাগত জানায়।

দেশে ফেরার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নওয়াজ শরিফ দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আজ নিজেকে সুখী বলে মনে হচ্ছে। আমার আরও ভালো লাগত যদি দেশের পরিস্থিতি আমি ২০১৭ সালে যখন ক্ষমতায় ছিলাম সেরকম থাকত। আমি দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেখে চিন্তিত ও হতাশ। যে দেশের সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই দেশ এখন খাত ধরে ধরে পিছিয়ে যাচ্ছে। দেশের বর্তমান বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এই পরিস্থিতি শোধরানোর যে উপায়গুলো আমাদের সামনে রয়েছে, তা আর হাত ফসকে যেতে দেওয়া উচিত হবে না।

২০১৯ সালে  দুর্নীতির দায়ে জেলে ছিলেন নওয়াজ শরিফ। পরে সেই বছরের নভেম্বর স্বাস্থ্যগত কারণে দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়ে দুবাই গিয়ে আর দেশে ফেরেননি তিনি। খবর বিবিসি।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনে নওয়াজ শরিফ অংশগ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নওয়াজ আবারও প্রধানমন্ত্রী হতে পারেন বলে জোর আলোচনা রয়েছে ইসলামাবাদে।

নওয়াজের শরিফ ফেরার পর তার দলের নেতা আমির মুকাম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টির দিকে ইঙ্গিত করে বলেন, বিলাওয়ালের উচিত আরও অপেক্ষা করা।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতা জুলফি বুখারি বলেন, নওয়াজ শরিফ হয়তো এমপিও হয়ে যাবেন, কিন্তু আমি তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি না। কারণ তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। আদালতের আদেশ অনুসারে তিনি আজীবন রাজনীতিতে অংশগ্রহণেরও অযোগ্য।  


বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।