ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরও ১৭ ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আরও ১৭ ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

মিশর থেকে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বহনকারী আরও ১৭টি ট্রাক প্রবেশ করেছে।

মিশরীয় গণমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদপত্রে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনগুলোয় বলা হয়, রোববার (২২ অক্টোবর) ত্রাণবাহী সতেরটি ট্রাক গাজার উদ্দেশ্যে রাফাহ সীমান্ত পথ অতিক্রম করেছে।

এর আগে গতকাল শনিবার ২০টি ত্রাণবাহী ট্রাক গাজার উদ্দেশ্যে রাফাহ সীমান্ত অতিক্রম করে। এসব ট্রাকে ছিল চিকিৎসা সহায়তা, খাবার ও পানি।

জাতিসংঘ জানিয়েছে, গাজার বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন অন্তত ১০০ ট্রাক সহায়তা প্রয়োজন।

যুদ্ধ শুরুর আগে রাফাহ সীমান্তে প্রায় ৩ হাজার টন ত্রাণ বহনকারী ২০০টিরও বেশি ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় করছিল। সংশ্লিষ্টরা জানিয়েছে, যেসব ট্রাক গাজায় যাচ্ছে সেগুলোও সীমান্তে অপেক্ষমাণ ছিল।

গাজার অনেকেই দিনে একবেলা করে খাচ্ছেন। পর্যাপ্ত খাবার পানির তীব্র অভাবও রয়েছে সেখানে। গাজায় হামলা করার পাশাপাশি পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয় ইসরায়েল। চিকিৎসা ব্যবস্থায় আঘাত করা হয়। এই অবস্থায় আহত বিপুল সংখ্যক লোককে চিকিৎসা দেওয়া গাজার হাসপাতালগুলোর জেনারেটরের জন্যও জরুরি জ্বালানির প্রয়োজন ছিল।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) সূত্রে জানা যায়, যুদ্ধের আগে গাজায় প্রতিদিন জ্বালানি ও অন্যান্য ত্রাণ নিয়ে ৫০০ ট্রাক প্রবেশ করত।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।