ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় দিনে চার ঘণ্টা যুদ্ধে ‘বিরতি’ দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
গাজায় দিনে চার ঘণ্টা যুদ্ধে ‘বিরতি’ দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র

লোকজন যাতে সরে যেতে পারে, সেজন্য গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধে বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার হোয়াইট হাউজ এ ঘোষণা দিয়েছে।

খবর আল জাজিরা।  

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, বৃহস্পতিবার প্রথম মানবিক বিরতির এ ঘোষণা হচ্ছে। ইসরায়েল চার ঘণ্টা বিরতির অন্তত তিন ঘণ্টা আগে জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

কিরবি বলেন, ইসরায়েলিরা আমাদের বলেছে, বিরতির সময়ে এ অঞ্চলে কোনো সামরিক অভিযান চালানো হবে না। এই প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে জিম্মি হওয়া লোকেদের মুক্তির বিষয়ে আলোচনার সময় ইসরায়েলকে তিন দিনের বেশি বিরতি দেওয়ার জন্য বলেছিলেন। তবে তিনি সাধারণ যুদ্ধবিরতির সম্ভাবনা অস্বীকার করেন।

কিরবি স্পষ্ট করেন যে, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি হবে না। তিনি বলেন, এটি ফিলিস্তিনি গোষ্ঠীকে ৭ অক্টোবর তারা যা করেছে তাতে বৈধতা দিতে সাহায্য করবে। আমরা এ সময়ে এর পক্ষে দাঁড়াতে যাচ্ছি না।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, কোনো যুদ্ধবিরতি নয়। আমি আবারো বলছি, যুদ্ধবিরতি নয়। আমরা যা করছি, সেটি হলো চার ঘণ্টার বিরতি, এসব কৌশলগত, মানবিক সাহায্যের জন্য স্থানীয় বিরতি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।