ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি বাড়লো আরও দুদিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
গাজায় যুদ্ধবিরতি বাড়লো আরও দুদিন

কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও দুদিন বেড়েছে। এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ নভেম্বর) দুই পক্ষে দীর্ঘ আলোচনা হয়। রাতে তাদের মধ্যে যুদ্ধবিরতি বাড়াতে আলোচনার অগ্রগতি হয়। আরও দুদিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।

মধ্যস্থতাকারী দেশ কাতার এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকায় অতিরিক্ত দুদিনের জন্য মানবিক যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে।

তবে আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি আরও চারদিন করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি মাত্র দুদিন করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগে যে শর্ত ছিল, সে অনুসারেই যুদ্ধবিরতি চলবে।

ইসরায়েল অবশ্য আগেই জানিয়েছিল, হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির বিনিময়ে তারা যুদ্ধবিরতির সময় বাড়াতে সম্মতি দেবে।

এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এর মেয়াদ শেষ হওয়ার কথা। তবে, এর মধ্যেই বিভিন্ন মহল থেকে গাজায় যুদ্ধবিরতি জারি রাখতে দাবি তোলা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।