ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত ২০ রাফাহ শহরে ইসরায়েলি হামলা। ফাইল ছবি

গাজার দক্ষিণে রাফাহ শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি মেডিকেল সূত্রগুলো বলছে, অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে সাত শিশু ও পাঁচ নারী রয়েছেন। খবর আল জাজিরার।  

শহরটির উত্তরে তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

ইসরায়েলি সেনাবাহিনীর উচ্ছেদের আদেশের পর লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফাহ সীমান্তের সরে গেছেন। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বোমা হামলার শিকার হয়েছে।

এদিকে খান ইউনিসে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। সেই থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) পর্যন্ত গাজায় ১৮ হাজার ২০৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪৯ হাজার ৬৪৫ জন।  

আর অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন ২৭৮ জন। সেখানে আহত হয়েছেন তিন হাজার ৩৬৫ জনেরও বেশি।  

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৪৭ জন। তবে আগে এক হাজার ৪০০ জনের কথা বলা হয়েছিল। ইসরায়েলে আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।