ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন নিপীড়নের দায়ে জাপানে সাবেক তিন সেনা অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
যৌন নিপীড়নের দায়ে জাপানে সাবেক তিন সেনা অভিযুক্ত

নারী সহকর্মীকে যৌন নিপীড়নের দায়ে জাপানের একটি আদালত সাবেক তিন সেনাকে দোষী সাব্যস্ত করেছে। মঙ্গলবার যুগান্তকারী এ রায়ের খবর জানায় বিবিসি।

 

২৪ বছর বয়সী রিনা গনোই নামে ওই নারী সেনা ২০২২ সালে ইউটিউবে তার গল্পটি প্রকাশ করলে তা আন্তর্জাতিকভাবে নজর কাড়ে।  

পরে ফুকুশিমার প্রসিকিউটররা তাদের আগের সিদ্ধান্ত ফিরিয়ে দিয়ে গেল মার্চ মাসে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

জাপানের সমাজ গভীর রক্ষণশীল, যেখানে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলা এক ধরনের ট্যাবু।

মঙ্গলবার ফুকুশিমার একটি আদালত মঙ্গলবারের রায়ে অভিযুক্তদের দুই বছরের বহিষ্কারাদেশ দেন। অভিযুক্ত সাবেক তিন সেনা হলেন, শুতারো শিবুয়া, আকিতো সেকিন ও ইয়োসুকে কিমেজাওয়া।  

জুনে জাপান যৌন অপরাধ সংক্রান্ত আইন সংশোধন করে, যার মধ্যে ধর্ষণের সংজ্ঞা পুনর্নির্ধারণ এবং সম্মতির বয়স বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। আইন সংশোধনের পর জাপানে যৌন নিপীড়নের বিষয়ে এটিই প্রথম বড় কোনো রায়।

গনোই বিবিসির ২০২৩ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর একজন। তিনি টাইমের হানড্রেড নেক্সট এর ১০০ এর মধ্যেও স্থান পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।