রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা তীব্র করার শপথ নিয়েছেন। তিন বছরে পড়তে যাওয়া যুদ্ধে কয়েকদিন ধরে দুই পক্ষের বোমাবর্ষণের পর পুতিন এ শপথ নিলেন।
মস্কোতে এক সামরিক হাসপাতালে গিয়ে পুতিন বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনায় লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। খবর বিবিসির।
তিনি রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের বিমান হামলাকে বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা বলে অভিহিত করেছেন।
শনিবারের হামলায় ২৪ জন নিহত হন এবং শতাধিক লোক আহত হন।
সোমবার পুতিন বলেন, যুদ্ধ মস্কোর পক্ষে মোড় নিচ্ছে। তিনি চান যুদ্ধ দ্রুত শেষ হোক, তবে রাশিয়ার শর্তে।
তিনি আরও বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরা এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে বড় বাধা। তাদের কথাবার্তার ধরন এখন পাল্টে যাচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে, রাশিয়াকে ধ্বংস করতে পারবে না।
রোববার পুতিন নববর্ষের ঐতিহ্যবাহী বার্তা দেন। এতে তিনি রুশ সেনাদের প্রশংসায় ভাসিয়ে বীর বলে আখ্যা দেন। তবে এতে তিনি ইউক্রেনে যুদ্ধ নিয়ে স্পষ্টভাবে কিছুই বলেননি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
আরএইচ