ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা ধ্বংসের পরিকল্পনা ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে আসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
গাজা ধ্বংসের পরিকল্পনা ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে আসা

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের শুনানিতে উঠে এসেছে, ইসরায়েলের গাজা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এসেছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। খবর বিবিসির

শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা এ দাবি করেন।

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করে মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) উপস্থাপিত হয়।  

দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য আদালতকেও আহ্বান জানিয়েছে।

ইসরায়েল কঠোরভাবে অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার ইসরায়েল নিজেদের যুক্তি উপস্থাপন করবে।  

আদালত গণহত্যার অভিযোগে শুধুমাত্র একটি মতামত দেবেন। এটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা হাইকোর্টের আইনজীবী তেম্বেকা এনকুকাইতোবি আইসিজেকে বলেছেন, যেভাবে সামরিক হামলা চালানো হচ্ছে তা থেকে ইসরায়েলের গণহত্যার অভিপ্রায় স্পষ্ট। গাজা ধ্বংস করার অভিপ্রায় রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে লালিত ।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব কর আদিলা হাসিম আদালতকে বলেন, প্রতিদিন ফিলিস্তিনি জনগণের জীবন, সম্পত্তি, মর্যাদা ও মানবতার অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ আদালতের আদেশ ছাড়া কোনো কিছুই এ ভোগান্তি থামাতে পারবে না।  

শুনানির আগে উপস্থাপন করা প্রমাণাদিতে বলা হয়েছে, ইসরায়েলের পদক্ষেপগুলো ফিলিস্তিনিদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে।

ইসরায়েল শুক্রবার যুক্তিতর্ক উপস্থাপন করবে। তবে আগে বলেছে, গাজা উপত্যকায় তাদের কর্মকাণ্ড ন্যায্য, কারণ তা ৭ অক্টোবর হামাসের মারাত্মক হামলার প্রতিক্রিয়া।  

তবে দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, কোনো হামলা গণহত্যা কনভেনশন লঙ্ঘনে ন্যায্যতা দিতে পারে না।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।