ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, শহরে ছড়িয়ে পড়ছে লাভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, শহরে ছড়িয়ে পড়ছে লাভা

আইসল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। এতে লাভা আগ্নেয়গিরিটির উপকণ্ঠের একটি ছোট শহরে ছড়িয়ে পড়ছে এবং সেখানকার বাড়িগুলোকে গ্রাস করছে।

খবর আল জাজিরার।  

সরকারি টেলিভিশনে সরাসরি দেখা যায়, গ্রিনদাভিক বন্দরের কাছে লাভা পৌঁছে তিনটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটেনি।  

আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন এই দুর্যোগকে তার দেশের জন্য কালো দিন হিসেবে বর্ণনা করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কেউ বিপদে নেই। তবে অবকাঠামোগুলো ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার পর স্থানীয় সময় ৮টার আগে লাভা উদগীরণের ঘটনা ঘটে। বাসিন্দারা আগেই ভূমিকম্প টের পান বলে জানিয়েছে আইসল্যান্ডের আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, রোববার সকালে গ্রিন্দাভিকের কাছে ৪৫০ মিটারের একটি ফাটল দেখা দেয়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেটি ৯০০ মিটারে পরিণত হয়।  

শহরের কাছে আরেকটি ফাটল দেখা দেয় দিনের মধ্যভাগে। সন্ধ্যার মধ্যেই সেটি ১০০ মিটারে পরিণত হয় বলে জানায় আবহাওয়া অফিস।

রাজধানী রেইক্যাভিকের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আগ্নেয়গিরিটি থেকে একমাসেরও কম সময়ে দ্বিতীয়বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।