ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেন্ট পিটার্সবার্গে গ্যাস টার্মিনালে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
সেন্ট পিটার্সবার্গে গ্যাস টার্মিনালে বিস্ফোরণ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের কাছে একটি গ্যাস টার্মিনালে বিস্ফোরণ ঘটেছে। কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছে।

খবর বিবিসির।

বিস্ফোরণের কারণে বড় ধরনের আগুনের সৃষ্টি হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি এমনটি বলছে। এটি বলেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো খবর নেই।

বিস্ফোরণের কারণ অজানা। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ওই অঞ্চলে ড্রোন দেখা গিয়েছিল।  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দুই দেশই ড্রোন ব্যবহার করছে। ইউক্রেন সাধারণত এ ধরনের হামলার দায় স্বীকার করে না।  

দুই বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। গেল কয়েক মাসে অল্পই অগ্রগতি দেখেছে দেশটি।  

এদিকে রোববার পূর্ব ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হন ১০ জন। রাশিয়া নিযুক্ত মেয়র অ্যালেক্সি কুলেমজিন এমনটি বলেন। কিয়েভ এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।  

সেন্ট পিটার্সবার্গের কাছে বিস্ফোরণ নিয়ে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেন, ঘটনার পর গ্যাস উৎপাদক নোভাতেকে উচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়। তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেটিতে বড় ধরনের আগুন দেখা গিয়েছিল।

রুশ নিউজ আউটলেট শট স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে জানায়, এস্তোনিয়া লাগোয়া রাশিয়া সীমান্তের কাছে উস্ত-লুগায় কয়েকটি বিস্ফোরণের পর তারা ড্রোনের শব্দ শুনতে পান।  

সেন্ট পিটার্সবার্গ-ভিত্তিক নিউজ আউটলেট ফনটানকা বলেছে, আগুন ধরার আগে শহরের দিকে দুটি ড্রোন উড়ে যেতে দেখা গেছে।  

এটি আরও জানায়, আগুনের কাছাকাছি তিনটি বড় আন্তর্জাতিক ট্যাঙ্কার ছিল, যদিও এগুলোর কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

কী ঘটেছে- বিবিসি তা যাচাই করতে পারেনি। ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।