লেনিনের ছবি একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত। তার নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো সেখানে।
রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানান, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে চেয়েছিলেন।
অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি তিনি। তবে তিনি এর আগে বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।
১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।
সূত্র: ডয়চে ভেলে
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরএইচ