ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুপ্তচর গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুন ৩০, ২০১০

মস্কো: সন্দেহভাজন গুপ্তচরদের গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কোন্নয়নের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে না। আটক ব্যক্তিরা রাশিয়ার গুপ্তচর এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলার একদিন পর আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা বলেন।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘রাশিয়ার পক্ষে গুপ্তচরের কাজ করছে এমন সন্দেহে যুক্তরাষ্ট্রে একদল লোককে আটকের ঘটনা রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আমরা আশা করছি। ’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা নিয়ে হোয়াইট হাউসের প্রতিনিধি রবার্ট গিবসের দেওয়া বিবৃতির নোট রাখছি। ’

উল্লেখ্য, এ বিষয়ে গতকাল মঙ্গলবার গিবস বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, গুপ্তচরবৃত্তির ঘটনাটি রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃস্থাপনের ওপর কোনো প্রভাব ফেলবে না। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।