ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘোষণা

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দল ফাইন গেইলের নেতার পদ থেকে তিনি সরে যাবেন।

 

বুধবার হঠাৎই তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভারাদকার বলেন, উত্তরসূরি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর পদও  ছাড়বেন।  

ডাবলিনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমি ফাইন গেলের  প্রেসিডেন্সি ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি। উত্তরসূরি দায়িত্ব নিলে দ্রুত আমি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে যাব।  

তিনি বলেন, ৬ এপ্রিল নতুন নেতা বেছে নিতে নিজের দলকে বলেছেন। পার্লামেন্টের ইস্টার ব্রেকের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কথাও দলকে তিনি জানিয়েছেন।

৪৫ বছর বয়সী ভারাদকার বলেন, এটি তার সরে যাওয়ার সঠিক সময়। তিনি বলেন, আমার সরে যাওয়ার কারণ হলো ব্যক্তিগত ও রাজনৈতিক, প্রধানত রাজনৈতিক। এর বেশি কিছু তিনি বলেননি।  

তিনি বলেন, আমার কোনো সুনির্দিষ্ট ব্যক্তিগত বা রাজনৈতিক পরিকল্পনা নেই।  

২০১৭ সালে ভারাদকার আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হন। তার মা আইরিশ, বাবা ভারতীয়।  

২০১৫ সালের গণভোটে অনুমোদিত সমকামী বিবাহ বৈধ করার প্রচারে এবং গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা বাতিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, ২০১৮ সালে এক ভোটে এটি পাস হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।