ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আল-শিফায় ৯০ জনকে হত্যার কথা জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
আল-শিফায় ৯০ জনকে হত্যার কথা জানাল ইসরায়েল আল-শিফা হাসপাতালের আশপাশ থেকে পালিয়ে যাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজার আল-শিফা হাসপাতালে অভিযানে তারা ৯০ জনকে হত্যা করেছে। খবর আল-জাজিরার।

হামাস নিন্দা জানিয়ে বলেছে, এটি আল-শিফা হাসপাতালে ইসরায়েলের গণহত্যা। বেসামরিক লোকজন, রোগী এবং বাস্তুচ্যুতরা হাসপাতালটিতে ছিলেন।

চলমান সংঘাত শুরু হওয়ার আগে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল-শিফা। উপত্যকাটির উত্তরদিকে আংশিকভাবে চালু থাকা কয়েকটি হাসপাতালের একটি এটি।

গাজা সরকার বলেছে, সর্বশেষ হামলার আগে হাসপাতালটিতে সাত হাজারের বেশি রোগী ও বাস্তুচ্যুত লোক ছিল।  

বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা প্রায় ৩০০ সন্দেহভাজনকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করেছে এবং অধিক তদন্তের জন্য ১৬০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলে আনা হয়েছে।  

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গতদিন সেনারা সন্ত্রাসীদের নির্মূল করেছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্র খুঁজে পেয়েছে।  

গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অস্বীকার করে বলেছেন, সেখানে নিহতদের সবাই বাস্তুচ্যুত ও রোগী ছিলেন।

রয়টার্সকে তিনি বলেন, ইসরায়েলি সেনারা তাদের অপরাধকে ন্যায্যতা দেওয়ার অংশ হিসাবে মিথ্যা ছড়ানোর পাশাপাশি প্রতারণা করে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।