ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্র ৭ দশমিক শূন্য।

খবর দ্য মিররের

রোববার (২৪ মার্চ) দেশটির উত্তরাঞ্চলের পূর্ব সেপিক প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর না পাওয়া গেলেও ভূকম্পনটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।  
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আম্বুন্টি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। এটি ৬৪ কিলোমিটার (৪০ মাইল) গভীরে শনাক্ত করা হয়।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এ ভূকম্পনে হতাহতের ঘটনা সম্ভব। তবে সৌভাগ্যক্রমে স্থানীয়ভাবে এর প্রভাব তুলনামূলক কম হয়েছে। এর জেরে সুনামির কোনো হুমকি সৃষ্টি হয়নি। তবে জনগণকে ‘শক্তিশালী আফটারশক’-এর  জন্য সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে আবহাওয়াবিদ ড্যানিয়েল ম্যাকফার্ল্যান্ড টুইট করেছেন, ‘পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে মাত্র ২২ মাইল গভীরে একটি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর অর্ধেকের চারপাশে শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। ’

এর আগে চলতি মাসের মাঝামাঝিতে ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে পাপুয়া নিউগিনি। সেসময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে গভীর রাতে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।