ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ গাজায় সেনা কমিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
দক্ষিণ গাজায় সেনা কমিয়েছে ইসরায়েল

দক্ষিণ গাজায় সেনা কমিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র বিবিসিকে জানান, সামরিক বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে এবং যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।

লে. কর্নেল পিটার লার্নার বলেন, এটি যুদ্ধ প্রচেষ্টার অন্য একটি ধাপ।

আইডিএফ দক্ষিণ গাজা থেকে সক্রিয় কৌশলে তার সমস্ত স্থল সেনা প্রত্যাহার করেছে, এমন খবরের পর তিনি এ কথা বললেন।

তিনি বলেন, আইডিএফের সামরিক অভিযান অব্যাহতভাবে বিকশিত হচ্ছে।  

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। যুদ্ধ তখনই শেষ হতে পারে, যখন জিম্মিরা ফিরে আসবেন এবং হামাস নিশ্চিহ্ন হয়ে যাবে।

লার্নার বলেন, সামরিক বাহিনী খান ইউনিস অঞ্চলে মিশন শেষ করেছে এবং তারা সেখান থেকে বেরিয়ে আসছে। সৈন্য কমেছে, তবে আরও অভিযান পরিচালনা করা দরকার। রাফা স্পষ্টতই একটি শক্ত ঘাঁটি। হামাস যেখানেই থাকুক না কেন তাদের সক্ষমতা আমাদের ধ্বংস করতে হবে।

ইসরায়েলে হামাসের হামলার ছয় মাস পূর্ণ হলো। জিম্মিদের মুক্তির চুক্তি চেয়ে দেশটির লোকজন বিভিন্ন বিক্ষোভে অংশ নিচ্ছে।  

হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার দুইশ জন নিহত হন। আড়াইশর বেশি লোককে জিম্মি করে হামাস।

জবাবে হামাস শাসিত গাজায়  ইসরায়েলের পাল্টা হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা নিয়ে আন্তর্জাতিক চাপে রয়েছেন।  

ইসরায়েল জোর দিয়ে বলছে, সেদেশের বাহিনী গাজায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।