ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে জাপানের নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
প্রশান্ত মহাসাগরে জাপানের নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

প্রশান্ত মহাসাগরে রাত্রিকালীন মহড়ায় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক জাপানের নৌবাহিনীর এক ক্রু নিহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন বাকি সাতজন।

খবর বিবিসির।  

কর্মকর্তারা জানান, মিতসুবিশি এসএইচ-৬০কে মডেলের হেলিকপ্টার দুটি টোকিও থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে ইজু দ্বীপপুঞ্জের কাছে অ্যান্টি-সাবমেরিন প্রশিক্ষণে ছিল।

কাছাকাছি স্থানে ধ্বংসাবশেষ থেকে রোটার ব্লেডের অংশসহ দুটি হেলিকপ্টারেরই রেকর্ডার পাওয়া গেছে।  

প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, প্রথমত জীবন বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কাউন্টার সাবমেরিনের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি রাতে মহড়ায় ছিল।

একজন ক্রু সদস্যকে মৃত অবস্থায় পানি থেকে তোলা হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৮ মিনিটে একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তোরিশিমা দ্বীপ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে বলে প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে জানা যায়।

এক মিনিট পর হেলিকপ্টারটি থেকে ইমার্জেন্সি সিগন্যাল আসে।  

এর ২৫ মিনিট পর সামরিক বাহিনী উপলব্ধি করতে পারে, আরেকটি হেলিকপ্টারও একই অঞ্চলে হারিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ