একের পর এক ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। সোমবার দেশটির পূর্ব উপকূলে কয়েক ডজনের বেশি ভূমিকম্প হয়।
দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
এসব ভূমিকম্প ছিল পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনকেন্দ্রিক। সেখানে চলতি মাসের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের প্রাণ যায়। এরপর থেকে তাইওয়ানে শতাধিক আফটারশক হয়েছে।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।
২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
আরএইচ