ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে মস্কোর একটি আদালত পাঠানো হয়েছে।

অভিযুক্ত তিমুর ইভানভ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে মোটা অংকের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

২০১৬ সালে ৪৭ বছর বয়সী ইভানভকে উপমন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। তিনি রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন।

অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ার দুর্নীতির সমালোচনা করে আসছিলেন।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর এ ধরনের দুর্নীতির অভিযোগ রাশিয়ার জন্য বিরল।

ইভানভ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সহযোগী হিসেবে বহু বছর ধরে কাজ করে আসছিলেন।

ইভানভ আগে মস্কোর উপ-প্রধানমন্ত্রী ছিলেন। শোইগু স্বল্প সময়ের জন্য ওই অঞ্চলের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২২ সালে প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ) রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ইভানভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে।

অভিযোগে বলা হয়, ইভানভ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইভানভকে গ্রেপ্তারের বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগেই অবহিত করা হয়েছিল।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।