ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের জনপ্রিয় টিকটকারকে বাড়ির সামনে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
ইরাকের জনপ্রিয় টিকটকারকে বাড়ির সামনে গুলি করে হত্যা

ইরাকের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে বাগদাদে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে।  

শুক্রবার রাজধানীর পূর্ব জায়েন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ওই টিকটক তারকা নিহত হন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত এক নারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফাহাদ, যার আসল নাম গুফরান সাওয়াদি। গাড়িতে চড়ে যাওয়ার সময় মোটরবাইকে আসা একদল দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামলাকারীরা খাবার সরবরাহকারী ছদ্মবেশে এসে তাকে গুলি করে হত্যা করে।

এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারী আহত হয়েছেন।

ফাহাদ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়েছেন। তার হাজার হাজার ভক্ত-অনুসারী রয়েছে।

আদালত ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

ওম ফাহাদের অশালীন ভিডিও তৈরি ইরাকি সমাজ এবং পারিবারিক সংস্কৃতিতে কতটা প্রভাব পড়ে তা জানার জন্য ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।