ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বাকপটু’ কঙ্গনার ভোটে বাজিমাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ৪, ২০২৪
‘বাকপটু’ কঙ্গনার ভোটে বাজিমাত

ভারতীয় রুপালি পর্দায় এখন পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। যার মধ্যে সুপার হিট ও হিট কেবল একটি করে।

বাকিগুলোর মধ্যে সেমি হিট, ফ্লপ, এভারেজ ডিজাস্টারের সংখ্যাই বেশি। অভিনয়ে না হলেও বেশ বাকপটু হিমাচল প্রদেশের এ সুন্দরী।

কঙ্গনা সবচেয়ে পটু রাজনীতি নিয়ে বক্তব্য দিতে। যার ফলাফল হাতেনাতে পেয়েছেন। নিজ প্রদেশের মান্ডি আসনে ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি।

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, নিজ আসনে বিজেপির প্রার্থী কঙ্গনা নিকটতম প্রার্থী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট।

ওয়েবসাইটের তথ্য আরও বলছে, বিজেপি ২২২, কংগ্রেস ৯৪, সমাজবাদী পার্টি (এসপি) ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।