ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের পশ্চিমা উপকূলে ঘূর্ণিঝড় ‌‌‘গিরি’ আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

ইয়াঙ্গুন: মিয়ানমারের পশ্চিমা উপকূলে ঘূর্ণিঝড় ‘গিরি’ আঘাত হেনেছে। এতে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির সরকারি টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় গিরর আঘাতে রাখিন রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে সড়ে যেতে বলা হয়েছে।

মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, ঝড়ে কেন্দ্রস্থল থেকে বাতাসের গতিবেগ ঘন্টায় ১১০ মাইল থেকে ১২০ মাইল।   ঘুর্ণিঝড়ের প্রভাবে সাগরে ১২ ফুট উচ্চতায় জলোচ্ছাসের সম্ভাবনা রয়েছে।

ঝড়টি উত্তরপূর্বাঞ্চল হয়ে চীনের দিকে চলে যাবে।

রাখাইন এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।