ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী। খবর মেহের নিউজ এজেন্সির

স্থানীয় সময় শুক্রবার (১৪ জুন) ভোরে ইসরায়েলের দখলকৃত ওই ভূমিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এক বিবৃতিতে ইসলামি প্রতিরোধ গোষ্ঠী বলেছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যার প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী অবস্থানগুলিকে টার্গেট করা অব্যাহত রাখা হবে।

তবে এ ধরনের হামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোমফ্রন্ট কমান্ড।

আইডিএফ জানিয়েছে, ওই ঘাঁটিতে সতর্কীকরণ সাইরেনের শব্দও শোনা যায়নি।  

উল্লেখ্য, গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পর দখলদারদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে থেকে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে প্রতিরোধটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হানছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৮৫ হাজার ৩৭ জন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।