ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এ বছর হজে ১৩শ হাজির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এ বছর হজে ১৩শ হাজির মৃত্যু

এ বছর হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হজির মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল জানিয়েছেন, মারা যাওয়া হজযাত্রীদের ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তারা সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। খবর বিবিসি

এ বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই হজ পালিত হয়েছে। সৌদি আরবের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার হজযাত্রীদের অনেকেই মারা গেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে, এবছর মারা যাওয়া হাজিদের মধ্যে ৬৫৮ জন মিশরীয়, ইন্দোনেশীয়য র‍্য়েছেন ২শ জন। ভারতীয় ৯৮ জন। এছাড়া পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের হাজিও এই তালকায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুন ২৪, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।