ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিয়ে ও জানাজায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
নাইজেরিয়ায় বিয়ে ও জানাজায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৮ 

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে পৃথক পৃথক হামলায় ঘটা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন।

খবর বিবিসির

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) এসব হামলায় শিশু, পূর্ণবয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য কর্তৃপক্ষ।  

রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গোওজা শহরের একটি বিয়ের আসরে, জানাজায় ও হাসপাতালে আত্মঘাতী বোমা হামলা হয়। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গোওজা শহরে কারফিউ জারি করেছে।  

তবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। নিহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন বলে দাবি করেছে দেশটির ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্র।  

কোনো পক্ষ এসব আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে ‘বোকো হারাম’কে দায়ী করা হচ্ছে।

২০১৪ সালে বোকো হারাম গোওজা শহরটি দখল করে নিয়েছিল। ২০১৫ সালে নাইজেরিয়ান বাহিনীগুলো শহরটি থেকে জঙ্গিদের হটিয়ে দেয়। কিন্তু তারপর থেকে বোকো হারাম জঙ্গিরা শহরটির আশপাশে নিয়মিত হামলা চালাতে থাকে ও লোকজনকে অপহরণ করা শুরু করে।

বোর্নে রাজ্যটি ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্র ছিল। ওই সময় বিদ্রোহীদের হামলায় ২০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত ও ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।