ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ৯ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
পাকিস্তানে ৯ জঙ্গি নিহত

পাকিস্তানে দুটি পৃথক অভিযানে ৯ জঙ্গির প্রাণ গেছে। খাইবার ও লাক্কি মারওয়াত জেলায় সোমবার অভিযান চালানো হয় বলে জানায় দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম উইং।

পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ অঞ্চলে অভিযান চালিয়েছে। সেখানে সাতজনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন জঙ্গি কমান্ডার নাজিব ওরফে আব্দুর রেহমান ও জঙ্গি নেতা ইশফাক ওরফে মুয়াবিয়া।

নিহত জঙ্গি সদস্যরা ওই অঞ্চলে নানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছিল। নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। খবর ডনের।

বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় অভিযানটি চালানো হয় লাক্কি মারওয়াত জেলায়। সেখানে অপারেশন চলাকালে দুজন নিহত হন। জঙ্গি নির্মূলে এ ধরনের অভিযান চলবে। নিরাপত্তা বাহিনী দেশ থেকে জঙ্গিবাদকে মুছে দিতে চায়।

দেরা ইসমাইল খানে কুলাচির মাদ্দিতে ফ্রন্টিয়ার কর্পসের এক সদস্যের প্রাণ গেছে। পুলিশ জানায়, শনাক্ত মরদেহটি ২৪ বছর বয়সী নওমানের।  

নিহতের চাচা রমজান গুলির শব্দ পেয়ে পুলিশকে খবর দেন। তার ভাতিজা সরকারি স্কুল ছিল। দুর্বৃত্তরা মোটরসাইকেলে চেপে এসে খুন করে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।