ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন বেরিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন বেরিল

হারিকেন বেরিল টেক্সাস উপকূলে আঘাত হেনেছে। সেখানকার প্রধান প্রধান তেল টার্মিনাল বন্ধ রয়েছে।

বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে। সাগর তীরবর্তী বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।  

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, হারিকেনটি সোমবার মাতাগোর্দা শহরে ঘণ্টায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) বেগে স্থলভাগে আছড়ে পড়ে।

এনএইচসি বলছে, ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় পরিণত হারিকেন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে। এটি সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে।

টেক্সাসে আসার আগে বেরিল জামাইকা, গ্রেনাডা, সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে। তীব্র ঝড়ের ফলের এসব স্থানে ভবন বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। নিহত হন অন্তত ১১ জন।  

হারিকেনটি ক্যারিবীয় অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে। তবে মেক্সিকো উপসাগরের উষ্ণ পানির ধারা অতিক্রম করে ক্যাটাগরি ওয়ান মাত্রার হারিকেনে পরিণত হয়।

টেক্সাসের ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক রোববার অঙ্গরাজ্যের ১২০টি কাউন্টিকে দুর্যোগ এলাকা বলে চিহ্নিত করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বেরিলের গতিপথে যারা থাকবে, তাদের জন্য এটি ভয়াবহ  হবে।  

হারিকেনটি কাছাকাছি আসতে থাকলে বাসিন্দারা তাদের জানালা আটকে দিতে থাকে এবং জ্বালানি মজুতে নামে।

স্কুল ব্যবস্থা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এক হাজার তিনশর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ