ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে উপনির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
ভারতে উপনির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের জয়জয়কার

ভারতে লোকসভা আসনে উপনির্বাচনে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে সরকার বিরোধীদের নির্বাচনী জোট ‘ইন্ডিয়া’। গত বুধবার অনুষ্ঠিত সাতটি রাজ্যের ১৩টি আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তারা।

উপনির্বাচনের ভোট গণনায় দেখা গেছে ইন্ডিয়া ব্লক ইতোমধ্যে দুটি আসন জিতে নিয়েছে এবং অন্য ৯টি আসনে এগিয়ে রয়েছে।  

পাঞ্জাবে আম আদমি পার্টির মহিন্দর ভগত জলন্ধর-পশ্চিম আসন থেকে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা চারটি আসনে এগিয়ে রয়েছেন। প্রতিটি আসনে বিজেপি পিছিয়ে রয়েছে।  

হিমাচলের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা থেকে জিতেছেন। এই রাজ্যের নালাগড়েও কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে, অন্যদিকে হামিরপুরে এগিয়ে রয়েছে বিজেপির আশিষ শর্মা।  

উত্তরাখণ্ডে, বদ্রিনাথ এবং মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা।

মধ্যপ্রদেশে অমরওয়ার আসনে কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি চার হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে বিহারে বিজেপি জোটের জেডি(ইউ) এর কালাধর প্রসাদ মন্ডল রূপৌলিতে এগিয়ে রয়েছেন এবং তামিলনাড়ুতে কংগ্রেসের জোটে সঙ্গী ডিএমকের আন্নিয়ুর শিবা বিক্রভান্দি ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

ভারতে বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই সাতটি রাজ্য জুড়ে ওই ১৩ বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়।

গত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। যদিও তাদের জোট এনডিএ অবশ্য ২৯৩টি আসনের মোট সংখ্যার মধ্যে সরকার গঠনে প্রয়োজনীয় ২৭২ আসন অতিক্রম করতে সক্ষম হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ২৩২টি আসন পেয়েছে। লোকসভা নির্বাচনের পর এগুলোই প্রথম উপনির্বাচন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।