ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। এমন মূল্য এর আগে গোষ্ঠীটি দেয়নি।

তার দপ্তর এমনটি জানিয়েছে। খবর বিবিসির।

ইসরায়েলের আরবি-ভাষাভাষী দ্রুজ ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নেতাকে দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন।  

ইসরায়েল-অধিকৃত গোলানে শনিবার এক রকেট হামলায় ১২ শিশু ও তরুণের মৃত্যুর পর তার এ মন্তব্য এলো।  

গোলানে হামলায় ইসরায়েল হিজবুল্লাহর ওপর দায় চাপিয়েছে। তবে লেবাননের গোষ্ঠীটি কঠোরভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।  

শনিবার সকালে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা লেবাননের গভীরে হিজবুল্লাহর সাতটি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।  

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রতিনিয়ত গুলিবিনিময়, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।  

জাতিসংঘ উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছে। তবে ইসরায়েল প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।  

শনিবার ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির একটি শহরে এক রকেট হামলায় ১২ জনের প্রাণ যায়। আহত হয় অনেকে। ইসরায়েলি কর্তৃপক্ষ এমনটি জানায়।

রকেট হামলাটি একটি ফুটবল মাঠে হয়, যেখানে ফুটবল খেলা চলছিল।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।