ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে শিক্ষার্থী আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ভারতে শিক্ষার্থী আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে

ভারতের সামগ্রিক আত্মহত্যার সংখ্যা বার্ষিক ২ শতাংশ বাড়লেও গত দুই দশকে, ছাত্রদের আত্মহত্যা বেড়েছে বার্ষিক ৪ শতাংশ হারে। দেশটিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এর এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বুধবার(২৮ আগস্ট) আইসিথ্রি বার্ষিক সন্মেলনে প্রকাশিত এই রিপোর্টে উল্লেখ করা হয়, ভারতে সামগ্রিক আত্মহত্যার বার্ষিক সংখ্যা ২ শতাংশ বেড়েছে। শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাগুলো সব সময় প্রচারের আড়ালে থেকে যাওয়ার প্রবণতা থাকলেও তা চার শতাংশ বেড়েছে।

আইসিথ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ও কলেজ কাউন্সেলিংয়ের জন্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবক এই সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে শিক্ষার্থীদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দিয়ে থাকে।  

রিপোর্টে বলা হয়, ২০২২ সালে মোট শিক্ষার্থী আত্মহত্যার ৫৩ শতাংশ ছিল পুরুষ। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে, এনসিআরবি দ্বারা সংকলিত প্রতিবেদনে উল্লেখ করা হয় ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে বিপরীতে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে। খবর এনডিটিভি

এনসিআরবি তথ্য বলছে, শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার (০.৮৯ শতাংশ) এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতা (২ শতাংশ) উভয়কেই ছাড়িয়ে যাচ্ছে। গত এক দশকে ভারতে ২৪ বছর বয়সীদের জনসংখ্যা কমেছে ১০ লাখ। এদিকে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ জন থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪।

এনসিআরবি দ্বারা সংকলিত এই রিপোর্ট পুলিশের প্রাথমিক তথ্য প্রতিবেদনের (এফআইআর) উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এটাও মনে রাখা জরুরি বিভিন্ন সামাজিক কারণে শিক্ষার্থী আত্মহত্যার সব ঘটনা থানায় রিপোর্ট করা হয় না।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।