ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত ৬১, পশ্চিম তীরের জেনিনেও ইসরায়েলি অবরোধ  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
গাজায় নিহত ৬১, পশ্চিম তীরের জেনিনেও ইসরায়েলি অবরোধ  

গাজায় গত শনিবারের (৩১ আগস্ট) হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন।   

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার কর্মকর্তারা বলছেন, আজ (১ সেপ্টেম্বর) থেকে গাজায় জাতিসংঘের টিকাদান কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে মধ্য গাজায় কিছু শিশুকে পলিও টিকা দেওয়া হয়েছে। তারা বলছেন,  পোলিও টিকাদান অভিযান সফল করার জন্য গাজা উপত্যকায় একটি প্রকৃত যুদ্ধবিরতি প্রয়োজন।

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরেও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে বাসিন্দারা খাবার ও পানিসংকটে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের এই অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।  

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে ৪০ হাজার ৬৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪ হাজার ৬০ জন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা,সেপ্টেম্বর ১,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।