ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাকে বিস্ফোরণ, পুড়ে ৪৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
নাইজেরিয়ায় জ্বালানির ট্রাকে বিস্ফোরণ, পুড়ে ৪৮ জনের মৃত্যু

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে।  

স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে , আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে জ্বালানিভর্তি ট্রাকটির। এরপরই এটি বোমার মতো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানিভর্তি গাড়ির সংঘর্ষ ঘটে।  

নিহতের সংখ্যা অন্তত ৫০ জন বলে জানিয়েছেন নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব।

তিনি বলেন, ত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জ্বালানি ট্যাঙ্কার ও গবাদি পশু বহন করা গাড়ির সাথে ধাক্কা লাগলে বিস্ফোরণ ঘটে। অন্তত ৫০ জনকে জীবন্ত পুড়ে যায়।

দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

বাবা-আরব জানান, প্রাথমিকভাবে ৩০টি লাশ পাওয়া গেছে। কিন্তু পরে একটি বিবৃতিতে, তিনি বলেছিলেন যে সংঘর্ষে পুড়ে মারা যাওয়া নিহতদের আরও ১৮টি মৃতদেহ রয়েছে। তিনি বলেন, নিহতদের গণদাফন করা হয়েছে।

আরও কতজন আহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, রাস্তা ব্যবহারকারীদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে ।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৯, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।