ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনি বিস্ফোরণে ৩০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্ত ১৭ জন।

ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেল এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার।  

বার্তাসংস্থা ইরনা রোববার জানায়, রাজধানী তেহরানের ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাবাসের ওই খনিতে মিথেন গ্যাস লিকেজের ফলে বিস্ফোরণটি ঘটে।

খনির একটি টানেলে ৬৯ কর্মী কাজ করছিলেন। শনিবার রাতে হঠাৎই গ্যাস লিকেজের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল পরে জানায় ২৪ জন ভেতরে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধারে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সব প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
 
ইরানের খনিতে এমন ঘটনা প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনিতে ১১ শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ শ্রমিক নিহত হন। ২০১৭ একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।