ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপ জারবা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিচারিক কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

 

সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে তিন শিশুও রয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

মেডেনাইন আদালতের মুখপাত্র ফেতি বাকুশ এএফপিকে বলেন, ভোরে নৌকাটি ডুবে যায় এবং ২৯ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।  

নৌকাটি ডুবে যাওয়ার কারণ অজানা বলে জানান তিনি।  

তিউনিসিয়ান ন্যাশনাল গার্ড বলেছে, সাঁতরে তীরে আসা চার অভিবাসনপ্রত্যাশী তাদের বিষয়টি সম্পর্কে জানান।  

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা কাছে তিউনিসিয়া ও লিবিয়া অন্যতম প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে। তারা প্রায়শই ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন।  

তিউনিসিয়ার স্থবির অর্থনীতি দেশটির বাসিন্দাদের ইউরোপে পাড়ি দিতে উৎসাহিত করে। এ ছাড়া উত্তর আফ্রিকার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।  

১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০৩টি নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং তিউনিসিয়া উপকূল থেকে ৩৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

গত বছর তিউনিসিয়ায় এক হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবিতে নিহত বা নিখোঁজ হন বলে জানায় এফটিডিইএস নামে একটি গোষ্ঠী।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত এক দশকে ভূমধ্যসাগরে ৩০ হাজার ৩০৯ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ যায়। এর মধ্যে গত বছর তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।