গাজায় ইসরায়েলি হামলা চলছেই। সবশেষ ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ১১৫ ফিলিস্তিনির প্রাণ গেছে।
মন্ত্রণালয় বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭১৮ জনে। আর আহত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮২ জনে। খবর আল জাজিরার।
এমন পরিস্থিতিতে ইসরায়েল সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার তিনি সেখানে পৌঁছান। রয়টার্স জানায়, ব্লিঙ্কেন ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
যুদ্ধবিরতি উদ্যোগের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। সেক্ষেত্রে ইসরায়েলই তার প্রথম গন্তব্য। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে ১১তম বারের মতো মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ইসরায়েলে ব্লিঙ্কেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তসহ অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি জর্দান ও কাতারেও যাবেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
আরএইচ