ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, এমন দাবি ইউক্রেনের বিমান বাহিনীর। তবে হামলা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি বাহিনীটি।

অন্যদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিছুই বলেনি।

তবে ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, দনিপ্রো শহরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী।  

বিবিসির মার্কিন সহযোগী সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি কিয়েভ করছে, যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা তা অস্বীকার করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, তার দেশে রাশিয়ার নতুন রকেট দিয়ে হামলা হয়েছে। তার ধারণা, এর মধ্যে আইসিবিএমের বৈশিষ্ট্য রয়েছে।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি হলেও এতে প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে। এটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।  

রাশিয়ার হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে, তা এখনো অস্পষ্ট। তবে ইউক্রেন বলছে, দনিপ্রো শহরের অবকাঠামো লক্ষ্য হামলা চালানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।